Site icon দৈনিক এই বাংলা

পেকুয়ায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা আটক, একটি দেশীয় তৈরি এলজি  ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

এস এম জুবাইদ পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮) নামের এক আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। এসময় তাঁর দেওয়া তথ্য মতে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি  ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
#####

Exit mobile version