Site icon দৈনিক এই বাংলা

রাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল ১৬–১৮ মে, অংশ নিচ্ছেন দেশি-বিদেশি বিজ্ঞানীরা

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি::

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

‘আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল ২০২৫’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:
“বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান”।

এতে অংশ নেবেন বিশ্ববিখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা ও প্রজেক্ট প্রদর্শিত হবে কনফারেন্সে।

সংবাদ সম্মেলনে রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, “এই আয়োজন দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।”

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন ধিমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার এবং ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা।

Exit mobile version