Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি লক্ষীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি জেলা থেকে::

খাগড়াছড়ির লক্ষীছড়িতে অস্ত্র ও গুলিসহ জীবন চাকমা (২৮) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

রোববার (১১ মে) রাত পৌনে ৩টার দিকে লক্ষীছড়ির দুর্গম দুল্যাতলী এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামী-জীবন চাকমা @ কিনাধন চাকমা (২৮), লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন এর কৈলাশ মহাজন পাড়া, ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত:শান্তি চাকমার ছেলে।

সে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র কর্মী।নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইউপিডিএফ’র সক্রিয় সদস্য জীবন চাকমা’কে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম ২ টি মোবাইল ফোন (১ টি স্মার্ট মোবাইল ফোন এবং ১টি বাটন ফোন, ১ টি নোট বুক এবং এনআইডি কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাকে অস্ত্র ও গুলিসহ লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যথা নিশ্চিত করে লক্ষীছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন বলেন, আটটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী জীবন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক সন্ত্রাসী জীবন চাকমা দীর্ঘদিন ধরে লক্ষীছড়ি এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। পার্বত্য এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Exit mobile version