Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা-বিদ্বেষ বিভেদ পরিহার করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রাদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পুর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)।এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিহার গুলোতে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তিদান,সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান ও নানাবিধ দান এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস বাতি উড়ানো হবে।

রবিবার (১১ মে) বিকেলে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার বিহার প্রাঙ্গণে এসে শেষ হবে।

এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহন, মহাসংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা,বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালেরলুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। এছাড়াও গৌতমবুদ্ধ পরি নির্বাণ লাভ করেন এ রাতেই ।

Exit mobile version