Site icon দৈনিক এই বাংলা

নাটোরের নলডাঙ্গার সাবেক পৌর মেয়র মনির গ্রেপ্তার

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে জেলা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে।আজ শনিবার (১০ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র মৃত শফিউদ্দিন মন্ডলের ছেলে।

Exit mobile version