Site icon দৈনিক এই বাংলা

নাটোরের লালপুরে সহকর্মীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার- আটক ১

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নারী সিআইসির অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবুকে প্রচারের দায়ে একই পদের সহকর্মী সাফিউলদৌলা নামের একজন কে আটক করেছে পুলিশ।আজ শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

সাফিউলদৌলা নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ক্রয়
কেন্দ্রে সিআইসি পদে চাকুরী করেন বলে জানা গেছে।

জানা যায়,নারী সিআইসি ও একই পদের সহকর্মী সাফিউলদৌলার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version