Site icon দৈনিক এই বাংলা

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।

জানা যায়, গত শুক্রবার (৯মে) সকাল ৭টার দিকে স্বামী জামাল মিয়া বাড়ির বাইরে যান। পরে সকাল ৮টার দিকে ঘরে ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে, প্রায় এক মাস আগে রুবিনা বেগমের সঙ্গে জামাল মিয়ার বিয়ে হয়। এটি ছিল রুবিনার দ্বিতীয় বিয়ে। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি গৃহবধু রুবিনা বেগম ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।”

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম।

Exit mobile version