Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লাস্টারের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে লাস্টারের
নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্ড বানুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদিরআরেফীন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল আহমেদ, ডাঃ সুকন্যা সরকার, ডা: মোঃ সাখাওয়াত সোহেন, লাস্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেকের আলী রায়হান, গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম, কালিদাস রায় প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে নাটোরে ১৮৭ জন
থ্যালাসেমিয়া রোগী রয়েছে। লাস্টারের পক্ষ থেকে ৫০ জনকে রক্ত সরবরাহ করা হয়। ফিল্ড পর্যায়ে ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন উপায়ে অতিরিক্ত রোগীদেরকে বিভিন্নভাবে রক্ত সরবরাহ করা হয়ে থাকে।

এছাড়া রোগীদের আর্থিক সচ্ছলতা বজায় রাখতে লাস্টারের পক্ষ থেকে তিনজন রোগীকে সেলাইমেশিন এবং একজনকে কম্পিউটারের দোকান তৈরী করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই রোগে করণীয় এবং চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ দেন বক্তারা।

Exit mobile version