Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলুর রাষ্টীয় মর্যাদায় দাফন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলুকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ ওনার ও জানাযা শেষে দাফন করা হয়েছে।

আজ বুধবার সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে রাষ্ট্রিয় সম্মননা গার্ড অফ ওনার প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এসময় মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মিরা সহ সকলস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক প্রকাশ করেছেন।

Exit mobile version