Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বর্ষীয়ান সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু আর নেই

আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু ইন্তেকাল করেছেন(ইন্না…রাজেউন)। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি দীর্ঘদিন ধরে একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মৃত খন্দাকার রশিদুর রহমান। তিনি মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, টিআইবির নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Exit mobile version