Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে ২ দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

বিচার বিভাগীয় কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে খাগড়াছড়ির বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকাল কোট প্রাঙ্গণ এলাকায় সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করেন অধস্তন আদালতের কর্মচারীরা।

এসময় কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তরা বলেন আমরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আমরা এই কর্মবিরতিতে অংশ নিয়েছি । এর পরেও যদি দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে এসোসিয়েশন।

এতে উপস্থিত ছিলেন বাংলদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সদস্য বাবলু বড়ুয়া, বিল্লাল হোসেন, মোঃ রেজাউল সহ খাগড়াছড়ির বিচার বিভাগীয় সকল কর্মচারীরা।

Exit mobile version