Site icon দৈনিক এই বাংলা

ফটিকছড়িতে শ্রমিক-জনতার সমাবেশে সরোয়ার আলমগীর -নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন

ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস-রাবার-চা বৃহত্তর ফটিকছড়িতে সমমান বন্টনের আহবান জানালেন
বিএনপি নেতা সরওয়ার আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই সুরে কথা বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছিল ‘সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।

জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ… সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত থাকবে’। তাই তৃনমূল থেকে আহবান জানায় অচিরে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করার জন্য । কারন দেশের সাধারণ জনগন নির্বাচন চান। তারা দীর্ঘ ১৬বছর ভোট বঞ্চিত ছিল।

জেলা বিএনপি এ নেতা আরো বলেন- অতীতে যারা ষড়যন্ত্র করেছিল, তারা আবারো ষড়যন্ত্রের পায়তারা করছে, তাই সবাইকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। আ’লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে প্রশাসনকে।
তিনি বলেন- আমার পোষাক কারখানায় হাজার হাজার শ্রমীক রয়েছে। শ্রমীকদের কষ্ট আমি বুঝি। অতীতে শ্রমীকদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যৎও থাকিব।

তিনি ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস, রাবার ও চা বৃহত্তর ফটিকছড়িতে সমমান বন্টনের দাবী জানান। যদি অচিরে সমমান বন্টন না হয় তাহলে দাবী আদায়ে এসব বাগানের শ্রমীকদের নিয়ে মাঠে আন্দোলন করার ঘোষনা দেন তিনি।

তিনি শনিবার (৩মে) বিকেলে শ্রমীক দলের উদ্যোগে মহান মে দিবস ও শ্রমীক দলের প্রতিষ্টাতা বার্ষিক উপলক্ষে শ্রমিক- জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা শ্রমীকদলের সাবেক সভাপতি মো. হানজালা এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল আলম তালুকদার, মহিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, মহিবুল্লাহ বাহার, নুরুল ইসলাম মেম্বার, আবু আহম্মদ মেম্বার, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মো. শাহরিয়া, আবুল কালাম, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, শহিদুল ইসলাম, মো. এরশাদ, একরামুল হক, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, এম এ মাহফুজ, আবু বক্কর মউন প্রমূখ।

ক্যাপশন- ফটিকছড়িতে মে দিবস ও শ্রমীক দলের প্রতিষ্টাতা বার্ষিক উপলক্ষে শ্রমিক- জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

Exit mobile version