Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে: গিয়াস কাদের ও আকবর খোন্দকারকে শোকজ

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আজ বুধবার এই দুই নেতাকে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বরে গিয়াস কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছিল। সেই সময় তিনি শোকজের জবাব দিলেও কেন্দ্রীয় দপ্তর তা অসন্তোষজনক বলে বিবেচনা করে তাকে সতর্ক করে দেয়।

গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রামের প্রভাবশালী চৌধুরী পরিবারের সদস্য। তিনি সাবেক জাতীয় সংসদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীর পুত্র এবং বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।

চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের, যা এবার প্রকাশ্য রূপ নিয়েছে দলীয় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে।

Exit mobile version