Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের মশাল মিছিল অনুষ্ঠিত

প্রেস রিলিজ::

চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো এক জ্বলন্ত প্রতিবাদ—মশাল মিছিল। এই মিছিল ছিল কেবল প্রতিবাদ নয়, ছিল শোককে শক্তিতে রূপান্তরের এক সাহসী প্রত্যয়। মিছিলের আয়োজক ছিল সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদ। তারা দাবি তোলে, রাষ্ট্র যখন নীরব, প্রশাসন যখন অন্ধ, তখন ছাত্রসমাজই হবে ন্যায়বিচারের শেষ আশ্রয়।

এই মশাল মিছিলের মূল দাবি ছিল—সুফিবাদী সুন্নি ঘরানার তরুণ আলেম, মাওলানা রঈস উদ্দীনের হত্যার দ্রুত বিচার। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এক কুচক্রী মবের বর্বর আক্রমণে রঈস উদ্দীনের প্রাণহানি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি আদর্শিক নিধন। আর এই হত্যাকাণ্ডের পেছনে থাকা কুলাঙ্গাররা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা রাষ্ট্রীয় ন্যায়ের চরম ব্যর্থতা।”

মিছিলে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা এনাম রেজা, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রতিনিধি ইব্রাহিম খলিল, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিনিধি তাওহিদ আলীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রতিনিধি আকিব হাসান মাহী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী। সমগ্র কর্মসূচির সমন্বয় করেন সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের কোর্ডিনেটর রকিবুল হাসান রাকিব।

বক্তারা এক কণ্ঠে উচ্চারণ করেন—এই খুনের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাওয়া হবে না। তরুণদের রক্ত যদি অবমূল্যায়িত হয়, তবে জনতার ঘুম ভাঙবে, রাজপথ কাঁপবে। যদি রাষ্ট্র ব্যর্থ হয়, তবে ছাত্রসমাজই হয়ে উঠবে ন্যায়ের জ্বলন্ত মশাল।

Exit mobile version