Site icon দৈনিক এই বাংলা

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :::

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব প্রকাশ তালেব মাঝি (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত মুহাম্মদ উল্লাহর পুত্র।

নিহতের স্বজনরা জানিয়েছেন, গত দুমাস ধরে আবু তালেব মগনামা পশ্চিম বাজার পাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি নির্মাণের কাজ করেন ।

সকাল থেকে নির্মাণাধীন বাড়িতে ঢালাইয়ের কাজ করতেছিলো। এসময় অসাবধান বশত বিদ্যুৎ তারে জড়িয়ে যায় তিনি।

এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, বিদ্যুৎষ্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়।

তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version