Site icon দৈনিক এই বাংলা

চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে ।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটতে গেছিলেন। তখন ঐ এলাকার কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল হাইয়ের।

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। লাশ সুরতহাল ক‌রে নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে ।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি করেছেন।

ওসি মো. নূর আলম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

Exit mobile version