Site icon দৈনিক এই বাংলা

নাটোরে সাংবাদিকদের সাথে তামাকের ক্ষতি হ্রাসে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তামাকজাত পন্য ব্যবহারে ক্ষতি হ্রাসে নাটোর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ ব্লাইন্ড মিশন (BBM) এর আয়োজনে নাটোর শহরের একটি রেস্তোরায় দিনব্যাপী আয়োজিত কর্মশালায় তামাকরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ও তামাকের ক্ষতি কমানোর উপায়সহ নানা বিষয় উপস্থানায় তুলে ধরেন।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের (BBM)অ্যাডমিন ও একাউন্ট ম্যানেজার মোঃ খন্দকার আবেদুল ইসলাম, প্রজেক্ট অফিসার মোঃ তারেক মাহমুদ, সেচ্ছাসেবক নাসিরুজ্জামান হীরক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএম এর কনসালটেন্ট ট্রেইনার শুভাশিস মহন্ত নান্টু।তিনি তামাকজাত পণ্যের বিভিন্ন ক্ষতিকর দিক সমূহ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সময়ের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও এর যথাযথ প্রয়োগ না থাকায় তামাক রোধ করা যাচ্ছে না। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ তামাকজাত পন্য সেবনে মারা যায়। বিশ্বে প্রতিবছর প্রায় ৭ মিলিয়ন মানুষ সরাসরি তামাক ব্যবহারের কারণে মারা যায়। তামাকজাত পন্য মানব শরীরে এবং পরিবেশের ক্ষতি করে। দেশে প্রচলিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান সবাই উপস্থিত সাংবাদিকগন।এ সময় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য তামাকজাত পণ্যের ব্যবহার প্রতিরোধে সাংবাদিকদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Exit mobile version