Site icon দৈনিক এই বাংলা

নাটোরে আদালতের মালখানা পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে আদালতের মালখানা পরিদর্শন করেছেন রাজশাহীর রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান।

আজ ১৪ এপ্রিল সোমবার দুপুর দুইটার দিকে তিনি মালখানা পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মালখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

তিনি বলেন, এখনো পর্যন্ত মালখানার থেকে কী কী চুরি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। এজন্যে আরো কয়েকদিন সময় লাগতে লাগতে পারে। মালখানায় কী কী ছিল, কী কী হারিয়েছে সমস্ত কিছু মেলানোর পরে জানানো হবে কতটুকু টাকা-পয়সা, স্বর্ণালংকার বা অন্যান্য জিনিসপত্র হারিয়েছে এবং কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য গত ১১ মার্চ শুক্রবার আদালতের মালখানার গ্রিল কেটে, তালা ভেঙে বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণালংকার চুরি যায়। পরে কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন বরখাস্ত কৃত এক পুলিশ সদস্য সহ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে ৬১ লক্ষ টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে।

Exit mobile version