Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির ত্রি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি ::

খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির ত্রি – বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির হল রুমে এই ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন আচার্যী সঞ্চালনায় ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি প্রভাত তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার।
এতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির উপদেষ্টা সমর কৃষ্ণ চক্রবর্তী, সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য,

পরে ত্রি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত সকলে মতামতের ভিত্তিতে সুমন আচার্যীকে সভাপতি, সুভাষ দাশকে সাধারণ সম্পাদক ও আশীষ দেবনাথকে সাংগঠনিক করে কমিটি ঘোষণা করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।

Exit mobile version