Site icon দৈনিক এই বাংলা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি:::

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে রাঙ্গামাটিতে ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর যেভাবে হামলা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। বিশ্ব বিবেককে এই গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস কর্মবিরতি পালন করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।

জেলার প্রায় সব মসজিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে। দিনব্যাপী কর্মসূচিতে পুরো রাঙ্গামাটি জুড়ে গাজাবাসীর প্রতি এক অনন্য সংহতির চিত্র উঠে আসে।

Exit mobile version