Site icon দৈনিক এই বাংলা

সংবাদে ছবির নির্ভুলতা যাচাই

ওয়াহিদ জামান 

একটি সংবাদ তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। সংবাদের সত্যতার জন্য  ছবিটি পুরোনো কিনা কিংবা ভিন্ন সাবজেক্টের ছবি কিনা সেটি যাচাই করা জরুরি। সামাজিক মাধ্যমে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন তা কী আসল না নকল – এটি যাচাই করা যায় রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে। এই লেখায় ছবি দিয়ে ছবি খোঁজার সেই পদ্ধতি ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে।

কোন কোন জায়গায় একই ছবি ব্যবহার করা হয়েছে তা জানা অথবা এর সাথে সাদৃশ্যপূর্ণ ছবি খুঁজে বের করা আপনার গল্পের জন্য সঠিক ভিজ্যুয়াল পেতে সাহায্য করতে পারে। ছবি সম্পর্কে আরও জানার এবং অনলাইনে সেগুলি কীভাবে ব্যবহার করা হয়েছে তা জানার দুটি সহজ উপায় রয়েছে। ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে। দ্বিতীয়ত, ছবির মেটাডেটা থেকে। এছাড়াও কোনো স্থানের ছবি দাবিতে প্রচারিত ছবি যাচাইয়ে গুগল স্ট্রিট ভিউ, গুগল ম্যাপ ব্যবহার করেও ছবির নির্ভুলতা যাচাই করা সম্ভব।

ধাপ ১
আপনার ছবিতে ডান-ক্লিক করুন এবং এই ছবির জন্য গুগলে অনুসন্ধান করুন নির্বাচন করুন।

ধাপ ২
ফলাফল পৃষ্ঠাটি আপনাকে ছবির আকার এবং এটি অন্য কোথায় প্রদর্শিত হতে পারে তা দেখাবে।

ধাপ ৩
আপনি images.google.com-এও যেতে পারেন

ধাপ ৪
ক্যামেরা আইকনে ক্লিক করুন, এবং আপনার কম্পিউটার থেকে ছবিটি আপলোড করুন, অথবা ছবিটি অনুসন্ধান করার জন্য ছবির URL ইনপুট করুন।

এছাড়া বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি সহজেই করা যায়।

এমনই একটি ওয়েবসাইট হচ্ছে www.tineye.com। এই ওয়েবসাইটে একটি ছবি আপলোড করে সার্চ বাটন ক্লিক করলেই সহজে জানা যাবে এই ছবি অনলাইনে পূর্বে কখনও ব্যবহৃত হয়েছে কিনা কিংবা সর্বমোট কতবার অনলাইনে আপ করা হয়েছে ছবিটি।কোনো ছবি দিয়ে সার্চ দিলে আপনি দেখতে পাবেন, অনলাইনে এর আগে কোথায় একই অথবা কাছাকাছি ধরণের ছবি প্রকাশ করা হয়েছে।টিনআই খুঁজে বের করে কোনো ছবির “সবচে বদলে দেয়া”, “সবচে পুরনো” এবং ”সবচে নতুন” সংস্করণ কোনটি।

www.dnscheaker.org সে রকম আরেকটি ওয়েবসাইট ; যেখানে একই ধরনের ছবি যাচাই করে নেয়া সম্ভব।

‘ভুয়া খবর’ নিয়ে সচেতনতা যত বাড়ছে, অনলাইনে পোস্ট দেখা মাত্রই তা শেয়ার করার ক্ষেত্রেও মানুষ ততটাই সতর্ক হয়ে উঠছে। কিন্তু আপনার দেখা ছবিটি সত্য কিনা, অল্প সময়ের মধ্যে কীভাবে নিশ্চিত হবেন, বিশেষ করে যখন ছবিটি দেখছেন মোবাইলে? আশার কথা হচ্ছে, এজন্য বেশ কিছু ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আছে, যা বিনা পয়সায় ব্যবহার করা যায়। এখানে তেমনই তিনটি কার্যকর পদ্ধতির কথা বলা হচ্ছে, যা আপনাকে ভুয়া ছবি শেয়ারের লজ্জা থেকে বাঁচাতে পারে।

নির্দিষ্ট কিছু খুঁজছেন, কিন্তু সঠিক কীওয়ার্ড ব্যবহার করে তা বর্ণনা করতে পারছেন না? এই কাজটি করতে বর্তমানে  গুগলের আরও কার্যকর এবং মজাদার কৌশল আছে । আপনি images.google.com-এ ক্যামেরা আইকনে ক্লিক করে, একটি ছবি আপলোড করে, এবং তারপরে একই রকম দেখতে ছবির ফলাফল পেয়ে “রিভার্স ইমেজ সার্চ” করতে পারেন। তবে এর আগে নিশ্চিত করুন যে আপনার ছবিগুলি ওয়েবে ভাসমান অবস্থায় আছে কিনা। www.serpapi.com রিভার্স ইমেজ সার্চ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টুলস। এই সাইটের মাধ্যমে কোন ছবি জিওগ্রাফিক লোকেশান জানা সম্ভব। সেই সাথে অনলাইনে ছবিটির সোর্স জানা যাবে। অর্থাৎ এই ছবিটি কোন সাইটে আপ করা হয়েছিলো।

উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা অন্তরঙ্গভাবে নাচছেন সে দেশেরই গায়িকা বেইব্স ওডুমোর সাথে। ২০১৬ সালে হঠাৎ করেই এমন একটি ছবি ভেসে ওঠে সামাজিক মাধ্যমে। আর দক্ষিণ আফ্রিকানরাও শেয়ার করে করে ছবিটি ছড়িয়ে দিতে থাকেন ব্যাপকভাবে।

কিন্তু বাস্তবতা হলো, এটি তৈরি করা হয়েছে, দুটি ছবিকে ফটোশপে জোড়া দিয়ে। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে কীভাবে তথ্যকে বিকৃত করা হয়, এটি তার অনন্য উদাহরণ।এর আগে রাজনৈতিক সভা-সমাবেশের মঞ্চে শিল্পীদের সাথে নাচতে দেখা গিয়েছিল সাবেক এই প্রেসিডেন্টকে। আর নারী প্রেমী হিসেবে তাঁর খ্যাতির কারণে অনেকেই ওপরের ছবিটিকে সত্য বলে ধরে নিয়েছিলেন।

টিনআই দিয়ে ছবি খুঁজবেন কীভাবে?

শুরুতে যে ছবিটি যাচাই করতে চান, তা ডাউনলোড বা সেইভ করুন। সাধারণত, ছবির ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে, সেইভ করার অপশন আসে। অথবা ছবিটির ওয়েব অ্যাড্রেস কপি করে নিয়ে তার মাধ্যমেও যাচাই করতে পারেন।

ফোনের ব্রাউজারে www.tineye.com লিখে, সাইটে প্রবেশ করুন।

“আপলোড ইমেজ” অপশন সিলেক্ট করুন এবং ফোনের ডকুমেন্ট বা ফটো গ্যালারি থেকে ছবিটি খুঁজে বের করুন। অথবা টিনআই সার্চ বারে গিয়ে ছবির লিংকটি পেস্ট করুন।

ফলাফলে যেসব ছবি উঠে আসবে, সেখান থেকে একটি ছবি ক্লিক করুন এবং ”ইয়োর ইমেজ” ও “ইমেজ ম্যাচে” গিয়ে আপনি যে ছবিটি যাচাই করতে চান তার সাথে মিলিয়ে দেখুন। তখনই বুঝতে পারবেন, জুমা আর ওডুমোর নাচের ছবিটি আসলে বিকৃত করা হয়েছিল।

Exit mobile version