Site icon দৈনিক এই বাংলা

পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দিঘীনালায় ঈদ উপহার বিতরণ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দেড় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ ২০২৫ (শনিবার) দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও ধনেশ্বর ত্রিপুরা। এছাড়া দীঘিনালা বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, জাতীয় নাগরিক পার্টি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

দূরদূরান্ত থেকে আসা অসচ্ছল ও দুস্থ পরিবার গুলো এই উপহার সামগ্রী পেয়ে আনন্দিত হন এবং এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

Exit mobile version