Site icon দৈনিক এই বাংলা

নাটোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস  পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

৩১ বার তোপধ্বনি, পুষ্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরাবতা পালন, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নাটোরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার প্রথম প্রহরে শহরের মাদ্রাসামোড়ে স্বৃতিসোধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কোমান্ড, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, নাটোর পৌরসভা সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,পুলিশ সুপার আমজাদ হোসেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সিভিল সার্জন ডাঃমুক্তাদির আরেফীনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন।

এছাড়াও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮ টার দিকে নাটোর জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কতৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও ছাত্র – ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে জেলা প্রশাসক নাটোর।

অপরদিকে প্রত্যেকটি উপজেলায় পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

Exit mobile version