Site icon দৈনিক এই বাংলা

রৌমারীতে বৃদ্ধাকে চড়-থাপ্পড় মারলেন ইউপি সদস্য

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে ভিজিএফের স্লিপ চাওয়াকে কেন্দ্রে করে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে মারধ‌রের অভিযোগ উঠে‌ছে আওয়ামী লীগ সম‌র্থিত এক ইউপি সদস‌্যর বিরু‌দ্ধে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম শফিকুল ইসলাম। তি‌নি উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

গত শুক্রবা‌র (২১ মার্চ) এ ঘটনা ঘটলেও সোমবার (২৪ মার্চ) ভুক্ত‌ভোগী বৃদ্ধা রুপভানু (৬০) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে বিষয়‌টি প্রকাশ্যে আসে। রুপভানু একই ওয়ার্ডের বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলীর স্ত্রী।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গে‌ছে, শুক্রবার রুপভানু তার ওয়া‌র্ডের ইউপি সদস‌্য শফিকুল ইসলামের বা‌ড়ি‌ যান। সেখানে তি‌নি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন‌্য বরাদ্দকৃত ভি‌জিএফের এক‌টি স্লিপ চান। স্লিপ চাওয়ায় ইউপি সদস‌্য ক্ষুব্ধ হ‌য়ে বৃদ্ধা রুপভানু‌কে বকাঝকা করেন।

একপর্যায়ে ওই ইউপি সদস‌্য বলেন, ‘তুই আমা‌কে ভোট দিস‌নি, তো‌কে কে‌নো স্লিপ দেব?’ এ কথা কথা ব‌লেই তিনি বৃদ্ধার কানের ওপর সজোরে থাপ্পড় দেন ও ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্বজনরা তা‌কে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। থাপ্পড়ের পর থেকে কানে শুনতে পাচ্ছেন না বলে অভিযোগপত্রে উল্লেখ করেন ভুক্তভোগী। এছাড়া এ নিয়ে স্থানীয় মাতব্বরদের নিকট বিচার দিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ইউপি সদস‌্য শ‌ফিকুল ইসলাম আওয়ামী লীগ স‌মর্থিত। নির্বাচ‌নের পর থে‌কে তি‌নি বেপ‌রোয়া ছিলেন। কু‌ড়িগ্রাম-৪ আস‌নের সাবেক এম‌পি বিপ্লব হাসান পলা‌শের ঘনিষ্ঠজন হি‌সে‌বে পরি‌চিত। এম‌পির সমর্থ‌নে আগামী নির্বাচ‌নে চেয়ারম‌্যা‌নের পদ‌ বা‌গি‌য়ে নি‌তে চে‌য়ে‌ছি‌লেন শ‌ফিকুল ইসলাম।

অভিযোগের বিষয়ে ইউপি সদস‌্য শ‌ফিকুল ইসলাম ব‌লেন, স্লিপ দিতে একটু দেরি হওয়ায় সে বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি তাকে বাড়ি থেকে হাত ধরে একটু সরি‌য়ে দিয়েছি। তাকে থাপ্পড় মারিনি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার ব‌লেন, অভিযোগ পে‌য়ে‌ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

Exit mobile version