Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শনে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগের খবর পাওয়ার পর আকস্মিক পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

সকালে এ পরিদর্শনে যান তিনি। এ সময় পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রাক্তন প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তা শামসুজ্জামান চেয়ারম্যানের সামনে অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব, অনিয়মিত ব্যবস্থাপনা এবং সরকারি সুবিধা বিতরণে অনিয়ম।

এ বিষয়ে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “আমি অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এছাড়াও পরিষদের সদস্য মোঃ মাহবুবুল আলম অভিযোগ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক থাকলেও তাঁকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয় না। তিনি উপ-পরিচালক হাফিজা আইরিনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং যথাযথ তদন্তের দাবি জানান।
অভিযোগের বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পরিষদ সূত্র জানিয়েছে, দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে।

Exit mobile version