Site icon দৈনিক এই বাংলা

বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি প্রতিনিধি:::

কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বৈসাবি’ উৎসব। এ বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি জেলা শহর। বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী বৈসুক, বিজু ও সাংগ্রাই (বৈসাবি) মেলা।

এ উৎসবকে ঘিরে আগেভাগেই খাগড়াছড়িতে বিজু মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তারা। আর এই মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের পোশাক, তৈজসপত্র, গহনা ও ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের স্টল। ঐতিহ্যের এসব পণ্য ও বাহারি খাবারের সমারোহ দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা।

সামাজিক উৎসব বৈসাবি তথা পাহাড়ে বিজু সাংগ্রাই বৈসুক পালন করা হয় উৎসবের আমেজে। আলাদা নামে হলেও চাকমা, ত্রিপুরা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এ উৎসব। চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই নামে এ উৎসব পালন করে। তবে বাংলা ভাষাভাষি মানুষ এ উৎসবকে বৈসাবি নামেই চেনে। উৎসবকে ঘিরে নানান আয়োজন শুরু হয়েছে পাহাড়ি গ্রামগুলোতে।

বৈসাবী উৎসবের বর্ণিল আয়োজনের অংশ হিসেবে খাগড়াছড়ি সূর্যশিখা ক্লাব প্রাঙ্গনে নারী উদ্যোক্তা নেটওয়ার্ক এর আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতি ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় পণ্য ক্রয় ও বিক্রয়ের অংশ হিসেবে ১৬ দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক মেলার শুরু হয়। মেলায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে। আর এই মেলায় অংশ নিয়েছে ৪০টি স্টল এ বিজুমেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।

মেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলি, গহনা, রাংবাতাংসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। এ ছাড়া মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর আলোকচিত্র ও ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্ত সামগ্রী প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি পাহাড়িদের ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।

Exit mobile version