Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে বিএনপি সভাপতির উদ্যোগে রোগীদের মাঝে ইফতার বিতরণ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি:::

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জেলা বিএনপির ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চাকমা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া যখনই সুযোগ পান রোগীদের খবর নেন। আজ তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগী ও তাদের স্বজনদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। তিন শতাধিক মানুষকে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

Exit mobile version