Site icon দৈনিক এই বাংলা

জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আহসান হাবীব লায়েক জকিগঞ্জ সংবাদাতা::

গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় হোসাইন আহমদ (৩৫) নামে এক উপজেলা আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রপ্তার করে। গ্রেপ্তারকৃত হোসাইন আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত. আব্দুর রহিম ককা মিয়ার ছেলে ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

উপজেলা আওয়ামী লীগ নেতা হোসাইন আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে জকিগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি হোসাইন আহমদ। পুলিশ অভিযান চালিয়ে তাকে জকিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপের মাধ্যমে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করবেন।

Exit mobile version