::: নিজস্ব প্রতিবেদক :::
গুলিস্থানে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কমর্মীরা। নিহতদের পরিচয় –
১. মো. সুমন (২১), পিতা মমিন, ঠিকানা: ১ নং সুরি টোলা, বংশাল ঢাকা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। নিহতের পিতা মমিন জানান, ১০-১২ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন সুমন।
২. ইসহাক মৃধা (৩৫), পিতা মৃত দুলাল মৃধা, গ্রামের বাড়ি কাজির হাট থানা, জেলা বরিশাল, গ্রাম চর সন্তোষপুর। থাকতেন ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নং রোড। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।
৩. মুনসুর হোসেন(৪০), পিতা মোশাররফ হোসেন, ঠিকানা: পশ্চিমপাড়া যাত্রাবাড়ী।
৪. মো. ইসমাইল(৪২), পিতা মৃত মো. হোসেন আলী, ঠিকানা: ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজার।
৫. আল আমিন (২৩), পিতা বিল্লাল হোসেন, ঠিকানা: পশ্চিম লালপুর, মতলব, চাঁদপুর। আলামিন বিবিএ শিক্ষার্থী বলে জানান তার বড় ভাই হাবিবুর রহমান।
৬. রাহাত (১৮) পিতা জাহাঙ্গীর আলম, ঠিকানা: মাস্টার বাড়ি, দক্ষিণ চৈনকুটিয়া কেরানীগঞ্জ।
৭. মমিনুল ইসলাম(৩৮), পিতা আবুল হাসেম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলাম বাগ, চকবাজার থানা।
৮. নদী বেগম(৩৬), স্বামী মৃত মমিনুল ইসলাম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলাম বাগ, চকবাজার থানা।
৯. মাঈন উদ্দিন (৫০), পিতা মৃত ছমির উদ্দিন আকন, ঠিকানা: গ্রাম সৈয়দপুর, জেলা মুন্সিগঞ্জ সদর।
১০. নাজমুল হোসেন(২৫), পিতা ইউনুছ হোসেন, ঠিকানা: ৪৭ নং কে পি ঘোষ স্ট্রিট, বংশাল। তিনি আজাদ স্যানিটারি দোকানের কর্মচারী।
১১. ওবায়দুল হাসান বাবুল(৫৫), পিতা মৃত শেখ সাহেব আলী। ঠিকানা: চর বেউথা গ্রাম, মানিকগঞ্জ সদর।
১২. আবু জাফর সিদ্দিক (৩৪), পিতা মৃত মোজাম্মেল হক, ঠিকানা: জেলা মুন্সিগঞ্জ, থানা গজারিয়া, গ্রাম-বালুয়া কান্দি।
১৩. আকুতি বেগম (৭০) স্বামী মৃত আনোয়ারুল ইসলাম, ঠিকানা: ১৮/১ আগামাসি লেন, বংশাল।
১৪. মো. ইদ্রিস মীর(৬০), পিতা মৃত কালাচান মির, মীর হাজারীবাগ যাত্রাবাড়ী।
১৫. নূরুল ইসলাম ভূইয়া (৫৫), পিতা মৃত আলি মোহাম্মদ ভূঁইয়া, ঠিকানা: মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা।
১৬. হৃদয় (২০), ঠিকানা সিদ্দিকবাজার জাবেদ গলি থানা বংশাল।
বাকি তিনজনের পরিচয় এখনো জানাতে পারেনি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।