Site icon দৈনিক এই বাংলা

নাটোরের নলডাঙ্গায় চলছে ঘোড়ার মাংস বিক্রির রমরমা ব্যবসা

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শুনতে অবাক লাগলেও এই এলাকায় ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট। মাংসের দামও ক্রেতাদের হাতের নাগালে।৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাংশ।

জানা গেছে,উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলার মাধনগর ভট্টপাড়াসহ ওই এলাকাসহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মাধনগরের স্থানীয় এলাকাবাসী,আল আমিন,শহিদুলসহ অনেকেই জানান,বুধবার বিকাল থেকে সন্ধার চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে।

এছাড়া এলাকার অনেকে মনে করছেন,ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।

ঘোরার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন,এই মাংস খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। অনেকে এই মাংস নিয়েছে। তেমন চর্বি নাই।
৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার জানান,ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না,এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

Exit mobile version