Site icon দৈনিক এই বাংলা

মাছির আনাগোনা দেখে দুই লাশের সন্ধান

::: নিজস্ব প্রতিবেদক :::

গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ  বিস্ফোরণের ঘটনায় মাছির আনাগোনা  দেখে দুটি লাশের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। বুধবার বিকাল সাড়ে ৪টার পরে দুটি লাশ উদ্ধার শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান।

আক্তারুজ্জামান বলেন, উদ্ধার অভিযান চালানোর সময় আমরা বেজমেন্টে দেখতে পাই মাছি ভনভন করছে। তখন আমরা ডগ স্কোয়াড টিমকে খবর দেই এবং তাদের মাধ্যমে নিশ্চিত হয়েছি সেখানে লাশ আছে। পরে আমরা অভিযান চালিয়ে দুটি লাশ উদ্ধার করতে সক্ষম হই।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমাদের অভিযান শেষ হয়নি। এখনও অভিযান চলছে এবং যতক্ষণ সম্ভব আমরা অভিযান চালাবো।

Exit mobile version