Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে দোল যাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে  জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি:::

ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও দোল পূর্ণিমা তিথি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

তিনি আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর থেকে দীঘিনালা উপজেলার ৯ মাইল ত্রিপুরা পাড়া, খাগড়াছড়ি সদর উপজেলার বৃহত্তর বড় পাড়া ও নতুন পাড়া, জেলা সদরের শান্তিনগর গীতা আশ্রম এবং ভাইবোনছড়া ইউনিয়নের নির্মল কার্বারী পাড়া-তে আয়োজিত মহোৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন করেন।

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, মহোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।

চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মহোৎসব উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং মন্দির পরিচালনা পর্ষদের সদস্যদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে অবহিত হন। তিনি মন্দিরগুলোর উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন এবং ধর্মীয় ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া রাধাকৃষ্ণ মন্দিরে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহোৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Exit mobile version