Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উৎযাপন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালন হচ্ছে খাগড়াছড়িতে।

উৎসবটি বাংলাদেশে ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও বেশ পরিচিত। এদিন দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি গীতা আশ্রমে চলছে নাম সর্কীতন, প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে গীতা আশ্রমের পরিচালনা কমিটি।

এ উৎসবটি ঘিরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দোল উৎসব ও সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

এছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা একে অপরকে আবিরে রাঙিয়ে উদযাপন করেন দিনটি।

দোলযাত্রা হচ্ছে সনাতনী বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস মোতাবেক―এদিন শ্রীকৃষ্ণ রাধিকা এবং তার সখীদের সঙ্গে বৃন্দাবনে আবির খেলেছিলেন। সেই থেকে দোলযাত্রা উৎসব শুরু হয়।

Exit mobile version