আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোর লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে শুভ (২০) নামের এক যুবক সহ ৮ জন ব্যক্তির নামে থানা অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ দেবার ঘটনায় ওই শিক্ষার্থীর বাবাকে মারপিট করে জখম করেছে শুভ সহ তার অনুসারীরা।
এঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী উপজেলার শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে রিয়াদ ও তার বাবা মসলেমকে আটক করে থানায় হস্তান্তর করছে।
আটককৃতদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন,কয়েক মাস ধরে আমার মেয়ে স্কুলের যাওয়ার পথে শুভ নামের এক বখাটে যুবক উক্তাক্ত করে আসছিল।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে শুভ সহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন।
তিনি আরো বলেন, মেয়ের বাবা বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে বাড়ী ফেরার পথে শুভ সহ
তার লোকজন অর্তকিত হামলা চালায় এবং মারপিট করে আমার মেয়ের বাবার মাথা ফাঁটিয়ে দিয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক আটককৃতদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।