Site icon দৈনিক এই বাংলা

নাটোরে শিশু আছিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে শিশু আছিয়ার গায়েবানা জানাযা ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই গায়েবানা জানাযা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক ফাহাদ ইবনে জাহিদ, স্বার্থ রক্ষা কমিটির সদস্য সানি উল্লাহ সানি, নাভীদ ফুয়াদ, সিনিয়র মুখ্য সংগঠন রবিন আহম্মেদ, খন্দকার উল্লাস সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিশু আছিয়াকে যারা ধর্ষন করেছে তারা সবাই কারাগারেই রয়েছে, তাই তাদের আগামি ৪৮ ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবী জানান। ৪৮ ঘন্টার ভিতর যদি আসামীদের ফাঁসি কার্যকর না হয় তাহলে নাটোরে সকল জনগনকে নিয়ে রাস্তা অবরোধ করা হবে।

সমাবেশ শেষে গায়েবানা জানাযা পড়ান বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম।

Exit mobile version