Site icon দৈনিক এই বাংলা

নাটোর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলন

::: আল আমিন,নাটোর প্রতিনিধি::: 

সদ্য ঘোষিত নাটোর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি সংশোধনের দাবীতে পদ বঞ্চিত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুর ১২ টার দিকে শহরের কানাইখলী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসিমা বানু লেখা, অধ্যাপক শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুম, আলী আকবর, মাসুদুর রহমান মাসুদসহ পদবঞ্চিত নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এবং ত্যাগী নেতা তাদের বাদ দিয়ে জেলার নব গঠিত কমিটি তৈরী করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি  ও সাধারণ সম্পাদক সবার সাথে সমন্বয় করে কমিটি গঠন বা প্রেরণ না করে ঢাকায় বসে মনগড়া কমিটি তৈরী করেছেন। যে কমিটিতে অনেকেই রয়েছেন যারা কোনদিনই জেলা আওয়ামী লীগ বা দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।

এছাড়া নবগঠিত কমিটির অধিকাংশই রয়েছেন জেলা সদরের বাহিরের। অথচ যে কোন আন্দোলন সংগ্রামে জেলা সদরের নেতা-কর্মীরাই অংশ নিয়ে থাকেন। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তাদের জেলা কমিটিতে অর্ন্তভুক্ত করার জোড় দাবী জানান।

Exit mobile version