Site icon দৈনিক এই বাংলা

ময়মনসিংহের কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খানের নিরাপত্তায় সার্বক্ষনিক টহল জোরদার ।

তাসলিমা রত্না ময়মনসিংহ :

*সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার ।
*স্বস্তিতে গুমাবে সাধারণ মানুষ।

মাহে রমজান মাস সামনে পবিত্র ঈদ আসন্ন আর এ ঈদ উৎসব কে ঘিরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন মার্কেট বিপণী বিতান গুলোতে মানুষের কেনাকাটায় ক্রমসই ভীড় বাড়ছে। টেইলারিং দোলানগুলোতে কারিগররা এখনই ব্যাস্ত হয়ে পড়েছে আর।

 

এ অবস্থায় কোতোয়ালী থানা এলাকার চুরি ছিনতাই জবরদখল চাঁদা বাজি মাদক ব্যবসা দমন ও পকেটমারদের দৌরাত্ম্য দমনে জনস্বার্থে পুলিশি সেবাদানে নিরলস সফল বার বার সম্মাননা পুরুষ্কার প্রাপ্ত স্বনামধন্য ওসি মোঃ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে ব্যাপক পুলিশি টহল জোরদার করা হরায় প্রতিদিনই ওয়ারেন্ট তামিল সহ বিভিন্ন পর্যায়ের অপরাধী গ্রেফতার হচ্ছে যার ফলে ময়মনসিংহ নগরবাসী।

এখন নিরাপদ শান্তিতে জীবন যাপন করতে ভরসা পাচ্ছেন। ওসি মোঃ সফিকুল ইসলাম খান বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও সুনাম বজায় রাখার লক্ষে এবং তারই সরাসরি নেতৃত্ব নির্দেশ মনিটরিং তদারকিতে পাল্টে গেছে থানায় পুলিশি কার্যক্রমের চিত্র । এখন আর কাউকে থানা থেকে বিচার বঞ্চিত হয়ে বাড়ী ফিরতে হয় না । থানায় নেই কোন প্রকার দালালি আর মিথ্যা মামলা গ্রহন। অহেতুক মানুষ হয়রানি বরং কোন বিচার প্রার্থী ফরিয়াদি থানায় গেলে ওসি সাহেব নিজে আপন পরিবেশে সমস্যা অভিযোগ শুনে দ্রুত পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে।

বিচারপ্রার্থী ফরিয়াদিদের মুখে হাসি ফুটিয়ে তোলেন । অত্যান্ত ভদ্র বিনয়ী মিষ্টি ভাসি মিশুক ধার্মিক ব্যাক্তিত্ব ওসি মোঃ সফিকুল ইসলাম খান জনস্বার্থে নিরলস পুলিশি সেবা প্রদান করায় ইতিমধ্যেই ময়মনসিংহ নগরবাসী বাসী সর্ব মহলে প্রশংসিত হয়ে উঠেছেন । উল্লেখ্য গত ৫ ই আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তোপের মুখে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ।

স্থবির হয়ে পড়ে সারা দেশের পুলিশি কার্যক্রম  চলে জবর দখল চাঁদাবাজী আর অপরাধ মূলোক কর্মকান্ড। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে । কেউ যেন কারো কথা মানছে না । ঠিক এই মূহুর্তেই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে এবং জননিরাপত্তা দান সহ পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখতে পুলিশ বাহিনীর উর্ধতন কর্মকর্তাগন মেধাবী ওসি মোঃ সফিকুল ইসলাম খান কে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি দায়িত্ব অর্পন করেন ।

পরে ওসি সফিকুল ইসলাম মহান আল্লাহ পাকের উপর ভরসা করে জনসেবায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানার আনুষ্ঠানিক দায়িত্ব ভার গ্রহন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গোটা পুলিশ বাহিনীর সুনাম বজায় রাখতে থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সাথে দিন নির্দেশনা মূলোক আলোচনা করে সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করে নিরলস পুলিশি কার্যক্রমে মাঠে নামেন ।

বীরদর্পে শুরু হয় কোন প্রকার টাকা পয়সা লেনদেন ছাড়াই থানায় জিডি এন্ট্রি , মামলা গ্রহন ও মামলা তদন্ত , ওয়ারেন্ট তামিল , শুধু তাই নয় থানা এলাকার জবর দখল সন্ত্রাসী চাঁদাবাজী চুরি ছিনতাই মাদক ব্যাবসা সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জোরদার করা হয় পুলিশের একাধিক টহল টিমের গ্রেফতার তল্লাশী অভিযান । ফলে ময়মনসিংহ নগরবাসী জনমনে স্বস্তির নিশ্বাস ফিরে আসে । নিরাপদ শান্তিতে বসবাস করতে ভরসা পায় ।

ওসি মোঃ সফিকুল ইসলাম খান এক নৈরাজ্যকর পরিস্থিতিতে কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব গ্রহন করে ব্যাপক সুনাম ও সফলতায় প্রায় ৫ অতিক্রম করে দুই বার পুরস্কার সম্মাননা অর্জন করতে সক্ষম হয় ।
সাংবাদিক সাদেকুর রহমানের মতে বর্তমানে কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে উন্নতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version