Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি রামগড়ে জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:::

খাগড়াছড়ির রামগড় কালাডেবা ইসলামিয়া উলুম মাদ্রাসা ও এতিমখানায় জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।কালাডেবা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রিন্স সুইচিংপ্রু সাইন, ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসির সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং জেলা পরিষদের প্রশাসনিক কাজে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।
এছাড়াও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর রামগড় উপজেলার প্রতিনিধিগণ, মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য বিভাগের ছাত্রবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইফতার ও আলোচনা সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান রামগড় প্রেস ক্লাব ও কালাডেবা বাজারের সবজি সেট পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন।

Exit mobile version