Site icon দৈনিক এই বাংলা

হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জে নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে জি আর মামলার তিন বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল মিয়া(৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বোয়াজুর গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র।

শনিবার ভোরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই মোশারফ হোসেন,এএসআই ছানোয়ার হোসেন, এএসআই সিদ্দিকুর রহমান,এএসআই ইমরুহুল আমীন, এএসআই হিল্লোল তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালজুর এলাকায় অভিযান পরিচালনা করে জয়নাল মিয়া(৪২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম। তিনি বলেন,গ্রেপ্তারকৃত আসামীকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version