Site icon দৈনিক এই বাংলা

দেবিদ্বারে রুবেল হত্যা দায়ে ও চারটি মামলার আসামী মহিলালীগ নেত্রী বিথি রহমান পুলিশের হাতে গ্রেফতার।

 

মো : রেজাউল (কুমিল্লা) :
দেবিদ্বার থানা পুলিশ—৪ আগস্ট বাদশাহ রুবেল হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী দেবিদ্বার মহিলালীগ নেত্রী বিথি রহমান কে গ্রেফতার করেছে । আজ দুপুর ২ টার সময় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাজাহারুল ইসলাম।
মহিলালীগ নেত্রী বিথি রহমান দেবিদ্দার এক এক সময় একেকরকম রুপ ধারন করে বিভিন্ন নেতাদের সাথে নেতৃত্ব দিতেন এবং এক-এক সময় নেতা পরিবর্তন করে নিজের সুবিধার জন্য দলের পরিবর্তন করার স্বভাব ছিল তার।
বিভিন্ন সূত্রে জানা যায় মহিলালীগ নেত্রী বিথি রহমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরও তার ফেসবুক আইডি আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি তুলার দৃশ্য সবার চোখে ধরা খায়।
মহিলালীগ নেত্রী বিথি রহমান শহর ও গ্রামে সবার সাথে মিশে ৪ ই আগস্ট দেবিদ্বার রুবেল হত্যার ও অন্যান্য মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। বিথী এক-এক সময় এক এক রুপ ধারন করেন
গত ১৫ বছর বিথী এক এক নেতার ছবি তুলে ভাইরাল হয়েছে বলে তত্ত্ব পাওয়া গেছে।
বিথী দেবিদ্বার মহিলা লীগ নেত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রাজনীতি করতেন।

Exit mobile version