আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নারী নির্যাতন প্রতিরোধে নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী, শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা ১টার দিকে লাস্টারের আয়োজনে নাটোর শহরের ফুলবাগান এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান ইউএনও।
লাস্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্ড বানুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, গণমাধ্যকর্মী কালিদাস রায়, আদিবাসী নেতা সুজল পাহান, হেমন্ত পাহান।
সভায় বক্তারা বলেন, নারীরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। নারীরা প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা তৈরীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারী নির্যাতন বন্ধ করতে হবে।
আলোচনা সভাশেষে মোমবাতি জ্বালিয়ে অংশগ্রহণকরাী সকলকে শপথ বাক্য বাক্য পাঠ করান নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।