Site icon দৈনিক এই বাংলা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

আল আমিন,নাটোর প্রতিনিধি ::

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেট থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত ওই স্কুলছাত্রী জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিল। দীর্ঘ দিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করতো। গতকাল বুধবার সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এ সময় স্কুল গেটের সামনে পৌঁছালে আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্কুলছাত্রীর নানা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জড়িতদের ধরতে কাজ করছে।

Exit mobile version