আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরের সিংড়ায় তারাবী নামাজ পড়ানো ও মসজিদের ইমাম কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, মসজিদ এর মুয়াজ্জিন হিসেবে ওই গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে মাওলানা হারুন দায়িত্ব পালন করে আসা কালিন সময় মসজিদ নির্মাণ কাজের জন্য মাদ্রাসায় তারাবী নামাজ আদায় করত। পরে নতুন একজন কে মুয়াজ্জিন করলে গ্রামের কিছু লোকজন মুাজ্জিনের বয়স কম অপবাদ দিয়ে তারা ওই মুয়াজ্জিন এর পিছনে
নামাজ আদায় না করে তারাবি নামাজ আদায়ের জন্য সুকান গাড়ি গ্রাম হতে ইউনুস আলী নামে একজন ইমাম নিয়ে এসে আলাদা ভাবে একাব্বর এর বাড়ির পাশে খোলায় তারাবি নামাজ আদায় করতে থাকে।
মসজিদ এর মুয়াজ্জিন এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে ওই মুয়াজ্জিনের বাবা মোঃ ইয়াছিন প্রতিবাদ করলে একই গ্রামের ওপর গ্রুপের রুহুল আমিন, কুরবান, মহব্বত, রানা সহ আরও ৪/৫জন ওই মুয়াজ্জিনের বাবা ইয়াছিন কে মারপিট করে। এসময় আঃ হান্নান, জিল্লুর, মাসুদ আহত হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান,দুই গ্রুপের কেউ কোন লিখিত অভিযোগ করেনি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার কথা রয়েছে।