Site icon দৈনিক এই বাংলা

নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলির নিচে চাপা পরে শিশু পুত্রের মৃত্যু

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলির নিচে চাপা পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুরসালিন হোসেন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে মুরসালিন ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মুরসালিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মুরসালিনের বাবা পিন্টু মণ্ডল আহাজারি করে বলছিলেন, আমার ছেলে আমাকে খুব ভালোবাসত। প্রতিদিন বাড়ির ফেরার মুহূর্তে সে আমার ট্রলির কাছে ছুটে আসত।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Exit mobile version