Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী দিয়েছে কমিটিতে পদ বঞ্চিতরা।

আজ সোমবার বিকেলে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারী দেন তারা।

এ সময় তারা অবৈধ ও পকেট কমিটি বাতিল, আগের আহবায়ক কমিটি পুনর্বহাল সহ চার দফা দাবী জানান।

সংবাদ সম্মেলনে জনানো হয়, গত ৫জানুয়ারী ২৯৫ জনকে সদস্য করে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ফেব্রুয়ারী ভোরে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে বলা হয়, এক দফার আন্দোনেকারী ছাত্রদের ন্যায়সংগত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানানো হয়। অন্যথায় রেলপথ এবং সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মশিউর রহমান ফুয়াদ, সুব্রত সরকার, অনিক সরকার সহ অন্যান্যেরা বক্তব্য দেন।

Exit mobile version