Site icon দৈনিক এই বাংলা

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে নাটোরে জামায়াতের মিছিল

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বাংলাদেশ জামায়েত ইসলামী এর আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামির নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়েতের সেক্রেটারি সাদেকুর রহমান,জেলা জামায়েতের শহর সেক্রেটারি আতিকুর রহমান রাসেল সহ জামায়েতের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশী গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালী সররকারের কাছে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিসিল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোন হোটেল রেস্তোরা না খুলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।

Exit mobile version