Site icon দৈনিক এই বাংলা

যেখানকার মাল সেখানে চলে গেছে- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যেখানকার মাল সেখানে চলে গেছে, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন । আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বরগুনায় কর্মী সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছর সারাদেশের মতো বরগুনার এমপি, জনপ্রতিনিধিরা লুটপাটে ব্যস্ত ছিল। তাই আজ তারা পালিয়ে গেছে। দলবাজি, চাটুকারিতা সব কিছু বন্ধ করে ও ইলেকটোরাল সিস্টেম সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই সংস্কারের জন্য। আমরা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।’

এছাড়া, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বরগুনায় পায়রা-বিষখালী নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনে জেলা জামায়াতে ইসলামীর আমীর মহিবুল্লাহ হারুন ও বরগুনা ২ আসনে ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য ডা. সুলতান আহমেদকে মনোনীত করেন।

এদিকে, স্বাধীনতার পরে বরগুনায় এই প্রথম বৃহৎ পরিসরে কর্মী সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত জেলা উপজেলাসহ সর্বস্তরের নেতা কর্মীরা।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযাম হোসাইন হেলালসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Exit mobile version