Site icon দৈনিক এই বাংলা

রাঙ্গামাটি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪১ রিসোর্ট

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, আগুনে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়।

Exit mobile version