Site icon দৈনিক এই বাংলা

নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান গ্রেপ্তার ২১

মুহাম্মদ জুবাইর:

চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় থানা পুলিশ ২১ জন আসামিকে গ্রেপ্তার করাছেন।

আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।

গ্রেপ্তার আসামিরা হলেন চকবাজার থানার নূর মোহাম্মদ (৪১), বাকলিয়া থানার আবদুল আলী প্রঃ বাদশা (১৯), মোঃ রাসেল, মোঃ মোশারফ হোসেন (৩৫), সদরঘাট থানার রানা কান্তি দেব (২৫), খুলশী থানার মোঃ সাগর মিয়া (২৩), বায়েজিদ বোস্তামী থানার মাসুমের রহমান (৩২), মোঃ আঃ মাবুদ প্রঃ লেদু (২৬), মোঃ শাওন আহমেদ (২৮), চান্দগাঁও থানার সুমন দাশ (৩৯),আকবরশাহ থানার মোঃ সোলাইমান (৩৫), মোঃ ফারুক (৩৩), হালিশহর থানার মোঃ আসলাম (৪৫), ডবলমুরিং থানার মোঃ আবুল কালাম রাজন, মোঃ জুয়েল (২৯), ইশা আক্তার (৩০), বন্দর থানার মোঃ মিজানুর রহমান (৩১), পাহাড়তলী থানার মোঃ আলমগীর (৪৫), মোঃ ইব্রাহিম (৫০), পতেঙ্গা থানার মোঃ জাহিদুল ইসলাম প্রঃ ইমন (২১) ও কর্ণফুলী থানার আহম্মদ নুর (৪৯)।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের হওয়া একাধিক মামলার আসামিরাও রয়েছেন উক্ত গ্রেফতারকৃত স্থানে ।

Exit mobile version