Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রথম প্রহরে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর পর খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকেও শ্রদ্ধা জানানো হয়।
পরে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Exit mobile version